শোয়েব ফারুকীর `স্রষ্টার জন্য খাবার`আলোকচিত্র বিশ্বজয়

শোয়েব ফারুকীর তোলা `স্রষ্টার জন্য খাবার`আলোকচিত্র।

রান্নার দৃশ্যের পাশেই প্রার্থনা।  দুটি উপাদানের একটি আলোকচিত্র।  অনেক কথা।  ছবিটি স্পষ্ট বার্তা দেয় খাবার তাদের জন্যই রান্না করা হচ্ছে।  ছবিটি পিংক লেডি ফুড ফটোগ্রাফার-২০১৭ প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতেছে। সেইসাথে ওই ছবির জনক বাংলাদেশি আলোকচিত্রী শোয়েব ফারুকী আরো একবার করলো বিশ্বজয়।

তার তোলা ‘স্রষ্টার জন্য খাবার’ বা ‘ফুড ফর গড’ শিরোনামের ছবিটির জন্য জুরি বোর্ডের কাছে তিনি ওভারঅল উইনার নির্বাচিত হন।

নাইকন ক্যামেরায় তোলা আলোচিত ছবিটি প্রতিযোগিতার ফুড ফর সেলিব্রেশন ক্যাটাগরিতে মনোনয়ন পায়।

এই ক্যাটেগরিতে বিশ্বজুড়ে উৎসবের বিভিন্ন খাবারের ছবি আহ্বান করা হয়েছিল।  ওই আবেদনে সাড়া দিয়ে বিশ্বের নামি-দামি আলোকচিত্রীরা ক্রিসমাস, দেওয়ালী, জন্মদিনের উৎসব কিংবা বিয়ের আয়োজনে খাবার পরিবেশন, জমায়েত লোকজন, নিমন্ত্রিতদের আহারের দৃশ্য এবং খাবার রান্নার ছবি জমা দেয়।

শোয়েব ফারুকী তার ছবিতে দুটি উপাদান রেখেছেন।  রান্নার দৃশ্যের পাশাপাশি পাশেই প্রার্থনারতদের দেখিয়েছেন।  ওই দৃশ্য স্পষ্ট বার্তা দেয় খাবার তাদের জন্যই রান্না করা হচ্ছে।

প্রতিযোগিতার আয়োজক পিংক লেডি ফুড ফটোগ্রাফার ওয়েবসাইটে বলা হয়েছে, এই ক্যাটাগরিতে বিশ্বজুড়ে উৎসবের বিভিন্ন খাবারের ছবি আহ্বান করা হয়েছিল। এরমধ্যে ছিল ক্রিসমাস, দিওয়ালি, ইস্টার, জন্মদিনের উৎসব কিংবা বিয়ে-এসব আয়োজনে যেসব খাবার পরিবশেন করা হয় তার ছবি, লোকজনের আহার এবং খাবার রান্না ইত্যাদি ছবি।

পুরস্কার জেতার পর শোয়েব ফারুকী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা তুলে ধরা হয় পিংক লেডিতে।  সেখানে তিনি বলেন, ‘২০১৭ সালের একজন চূড়ান্ত প্রতিযোগী হতে পেরে আমি ভীষণ আনন্দিত।  আমি সবসময়ই আমার ছবির মাধ্যমে বিশ্বকে একটি নতুন বার্তা দিতে চাই।  শোয়েব ফারুকীর ছবিতে দেখা যায়, প্রার্থনারতদের জন্য ব্রাহ্মণ রাঁধুনি রান্না করছেন।  এখানে রান্নায় তার যে নিমগ্নতা সেটাও অনেকটা ‘স্রষ্টার উদ্দেশ্যে খাবার তৈরির’ মত।
সনাতন ধর্মের অনুসারীদের একটি উপাসনা-কেন্দ্র রাজাপুর লোকনাথ ধাম চিটাগাং।  সন্ধ্যার দিকে সেখানে এই পূজাপর্ব শুরু হয় এবং উপাসনা চলে দুই ঘণ্টার মত। পূজারীরা ২৪ ঘণ্টার মত উপোস থাকেন এবং প্রার্থনাশেষে তারা এখানেই খাবার খান। সেখানেই ছবিটি ক্যামেরাবন্দী করেন শোয়েব ফারুকী।

১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়ায় তাঁর জন্ম ।  ১৯৮২ সালে চট্টগ্রাম কলেজ থেকে তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি নেন।  তার পিতা প্রয়াত মিঞা আবু মোহাম্মদ ফারুকী ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও লেখক।  নগরীর সার্সন রোডে শোয়েব ফারুকী ফটোব্যাংক নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

নিজে নিজেই ফটোগ্রাফি শেখেন শোয়েব ফারুকী।  আশির দশকের শুরুতে তিনি ফটোগ্রাফি শুরু করেন।  ১৯৯০ সাল থেকে পুরাদস্তুর পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ করতে থাকেন।  এর আগেও তিনি আরো অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

শেয়ার করুন