[caption id="attachment_67498" align="aligncenter" width="721"]
ছবি প্রতীকী[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াছ নামে এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. আবুজাফর রিপনের স্বাক্ষরিত এক পত্রে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বহিঃবাংলাদেশ গমন করে মাসিক সভাসহ অন্যান্য কার্যক্রমে অনুপুস্থিত থাকায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সুপারিশে তাকে বরখাস্ত করা হয়।
আরো পড়ুন : হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চুরি
আরো পড়ুন : গোয়েন্দা পুলিশের অভিযানে ১৪ লক্ষ ইয়াবাসহ আটক ২
ইউপি সদস্যের পদ হতে চুড়ান্তভাবে কেন অপসারণ করা হবেনা পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসে তার কারণ দর্শানোর কথাও বলা হয় পত্রে।
সত্যতা স্বীকার করে নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, সোমবার এ ধরনের একটি পত্র পেয়েছি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত