চট্টগ্রামে ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

হাটহাজারীর ইট ভাটায় প্রশাসনের অভিযান।

চট্টগ্রাম (হাটহাজারী) : পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পােড়ানাে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সম্মিলিত একটি টীম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ও উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ৫টি ইটভাটার চিমনী ও কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইটভাটাগুলো হলো যথাক্রমে মির্জাপুর চারিয়া এলাকার মেসার্স সেঞ্চুরী ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স, মির্জাপুর ব্রিক্স ইন্ডাষ্ট্রিজ, মেসার্স শাহেন শাহ ব্রিক ফিল্ড, মেসার্স গাউছিয়া ব্রিক্স ও মেসার্স চট্টলা ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স।

আরো পড়ুন : চেয়ারম্যানকে ফের শোকজ, ব্যবস্থা নিতে সচিবের বিরুদ্ধে চিঠি জেলায়
আরো পড়ুন : সাতকানিয়ায় লাইসেন্সবিহীন ৩ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হােসাইন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মােজাহিদসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় চট্টগ্রাম জেলা পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস অভিযানে সার্বিকভাবে সহযােগিতা প্রদান করেন।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন