বিএনপি মানে ‘বেসিক্যালি নো পার্টি’ : নাছির

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: বিএনপিকে ‘বেসিক্যালি নো পার্টি’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি কর্তৃক গণতন্ত্র ধ্বংস ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন : তালিকায় বন্দী প্রধানমন্ত্রীর উপহার ঘর
আরো পড়ুন : তাদের কষ্টের ভাগিদার হতে পেরে ভালবাসার স্বার্থকতা খুঁজে পেলেন সুমন

বিএনপির কোনো আদর্শ নেই উল্লেখ করে আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি উন্নয়নের নামে দেশে অরাজকতার রাজনীতি শুরু করেছিল। তাদের উন্নয়ন মানে দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং, এতিমের টাকা মেরে খাওয়া। জনতার ভাগ্য নিয়ে খেলা কোনো রাজনৈতিক দল হতে পারে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন