হারুয়ালছড়ি শত কোটি টাকার প্রকল্প উদ্বোধন

ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় রাবার ড্যাম সমবায় সমিতি অফিস সংলগ্ন মাঠে আলোচনায় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।

ফটিকছড়ি : ভূজপুর থানা সদরের মধ্য ভাগে অবস্থিত হারুয়ালছড়ি ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদে ভরপুর পাহাড়-টিলা আর অসংখ্য খাল-ছড়া বেষ্টিত ইউনিয়ন এটি। শস্য ভান্ডার হিসেবেও সুখ্যাতি রয়েছে এ অঞ্চলে। তবে দীর্ঘ সময় ধরে পিছিয়ে থাকা ইউনিয়নটি এখন উপজেলায় উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগনিত হচ্ছে। আজ থেকে একযুগ আগের চিত্রও যদি তুলে ধরি-হারুয়ালছড়িতে পিচঢালা সড়ক দূরের কথা, ভাঙা-চোড়া ছিল সব গ্রামীণ সড়ক। পর্যাপ্ত ব্রীজ কালভার্টের দেখা মিলত না। সাঁকোই একমাত্র ভরসা ছিল স্থানীয়দের। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে এখানকার মেয়েদের বিয়ে দিতে পারতেন না অভিবাবকরা, এমন কথাও প্রচলিত আছে ফটিকছড়িতে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোছিল একেবারে জরাজীর্ণ।

আরো পড়ুন : নির্বাহী কর্মকর্তার অভিযানে তিন চান্দের গাড়ি কাঠ জব্দ
আরো পড়ুন : ‘প্রয়োজনে বলি ম্যাজিস্ট্রেটের দাম কত’

তবে, এখন সেই চিত্র নেই। পাল্টে গেছে হারুযালছড়ির দৃশ্যপট। ব্রীজ, রাস্তা, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নজির স্থাপন করেছেন টানা দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। বিগত দু’দফায় স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়ে কাজের মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগসহ দলমত নির্বিশেষে সকলের নিকট সমান গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন চেয়ারম্যান ইকবাল। বিগত দশ বছরে হারুয়ালছড়িকে সাঁজিয়েছেন নিজের মত করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে ১০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৩৫টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় রাবার ড্যাম সমবায় সমিতি অফিস সংলগ্ন মাঠে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার(ভূমি) জিসান বিন মাজেদ, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী।

মাস্টার নাছির উদ্দীনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল-সালেহীন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাসান সরোয়ার আজম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুদ্দিন, এডভোকেট ফেরদৌস হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদুল আলম, আক্কাস আলী, মাস্টার বাবলা কুমার দে, শিলা নন্দি প্রমুখ।

শেয়ার করুন