অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দলের নির্দেশনা মত কাজ করতে হবে : এমপি দিদার

ইউনিয়ন আওয়ামী লীগের মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দিদারুল আলম এমপি

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেছেন, বর্তমান সরকারের এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে দলের নির্দেশনা মোতাবেক কাজ করে যেতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গুলিয়াখালী সমুদ্র সৈকতে আয়োজিত এ মিলন মেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সীতাকু- উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

আরো পড়ুন : সম্মিলিত প্রচেষ্টায় উন্নত দেশের কাতারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আরো পড়ুন : বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল কিশোরের

দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম পর্বে ছিলো চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে স্থান পাওয়া সীতাকু-ের কৃতিসন্তান দের সংবর্ধনা ও আলোচনা সভা, দ্বিতীয় পর্বে মিলন মেলা ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সীতাকু- উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথিরা হলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এ জে এম মহসিন জাহাঙ্গীর, উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাভলু, উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকু- উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইদ্রিস।

মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকু- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, নারী নেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরাইয়া বাকের।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুরাদপুর ইউনিয়নের সাবেক চেয়াারম্যান শেখ রেজাউল করিম বাহার, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, এডভোকেট শওকতুল আলম, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ, হারুন অর রশিদ ভূঁইয়া,মামুন উদ্দিন মামুন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, রুহুল আমিন, মহিউদ্দিন শামীম, নাজিম উদ্দিন, খায়রুল আজম জসিম,এস এম ইউসুফ, মতিন মেম্বার, জয়নাল আবেদীন, সাহিনুর আক্তার বিউটি, নেজাম উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জিলানী প্রমুখ।