শেরে বাংলার মাজার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

শেরে বাংলার মাজার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

চট্টগ্রাম (হাটহাজারী) : মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, গাউছে জমান, খাজায়ে বাঙ্গাল আশেকে রসুল (দঃ), হাযত রওয়া মুশকিল কোশা হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহছুফি ছৈয়দ মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী প্রকাশ শেরে বাংলা (রহঃ) এর মাজার পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারী) শেরে বাংলার চাহলাম শরীফের দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম সকাল সাড়ে ১০টার দিকে এ কাজের উদ্বোধন করেন।

আরো পড়ুন : লালদিয়ায় জন্মেছি, এখন ঘর হারাব ঠিকানাও হারাব
আরো পড়ুন : শিক্ষা সহায়তা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ বদরুল হক আল কাদেরী, মাওলানা মোহাম্মদ সুলাইমান আনসারী, মাওলানা মোহাম্মদ সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, মাওলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজবী, আলহাজ্ব মোহাম্মদ আব্দুল শুক্কুর, মুফতি শাহ আলম, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, আলহাজ্ব মোহাম্মদ হারুন সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহজাদা সৈয়দ মোহাম্মদ এনামুল হক আল কাদেরী, সৈয়দ মোহাম্মদ নাজমুল হক আল কাদেরী, আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম আল কাদেরী প্রমূখ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ছোট শাহজাদা আল্লামা বদরুল হক আলকাদেরী।