[caption id="attachment_68639" align="aligncenter" width="720"]
পুকুরের পানিতে ডুবে নিহত দুই ভাইবোন[/caption]
চট্টগ্রাম : জেলার আনোয়ারা উপজেলার নিজ বাড়ির পেছনের পুকুরপাড়ে খেলার সময় পানিতে পড়ে দুই ভাই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলো উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের ওহিদুল আলম বুলবুলের আট বছরের মেয়ে রিতু আকতার ও দুই বছরের ছেলে হামদান।
সোমবার (১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আজাদসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পিছনের পুকুরে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায় ছোটভাই হামদান। তাকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে যায় রিতু আকতারও। অনেক খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে ছেলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে সোমবার গভীর রাতে তাদের উদ্ধার করা হয়।
আরো পড়ুন : আতুরার ডিপো এলাকায় ঝুট কাপড়ের গুদামে আগুন
আরো পড়ুন : সীতাকুন্ডে স্বপ্নের বদরখাল সেতু উদ্বোধন করলেন সাংসদ দিদারুল আলম
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, হাইলধর ইউনিয়ন থেকে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে আনা হলে মৃত ঘোষণা করা হয়। রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন করা হয় ভাই বোনের মরদেহ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত