ওয়ার্ডবয় ইনজেকশন পুশ করল, মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পরল মা

ছবি প্রতীকী

চট্টগ্রাম : আমার মা তো প্রায় সুস্থ হয়েছিল। আজ-কালের মধ্যে বাড়ি নিয়ে যাওয়ার কথা। আজ সকালে ওয়ার্ডবয় একটা ইনজেকশন দিল। আর সাথে সাথে আমার মা মৃত্যুর কোলে ঢলে পরল। মাকে হারালাম, কাকে কি বলব, কার কাছে বিচার দিব। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

সোমবার (১ মার্চ) সকালে নগরের কাতালগঞ্জস্থ সার্জিস্কোপ-২ হাসপাতালের ৫০৩ নম্বর কেবিনে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে এভাবেই বলছিলেন নিহত সেলিনা বেগমের ছেলে ইমন বিন ফারুক।

নিহত সেলিনা বেগম (৪৫) হালিশহর নয়াবাজার পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা মো. ফারুকের স্ত্রী।

আরো পড়ুন : করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
আরো পড়ুন : বহদ্দারহাট-বোয়ালখালী রুটে বিআরটিসি বাস ভাড়া ১৫ টাকা

রোগীর স্বজনদের অভিযোগ, প্রায় সুস্থ হয়ে ওঠার পর ওয়ার্ডবয়ের দেয়া ইনজেকশনের বিষক্রিয়ায় মারা যান সেলিনা। ইনজেকশন পুশ করার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান সেলিনা বেগমের ছেলে ইমন বিন ফারুক। তিনি বলেন, ‘৭ দিন আগে পেটের টিউমার নিয়ে চট্টগ্রামের কাতালগঞ্জস্থ সার্জিস্কোপ হাসপাতাল-২ এ আমার মাকে ভর্তি করানো হয়। ডা. আতা মোহাম্মদ মোজাচ্ছেমের নেতৃত্বে সফল অপারেশন সম্পন্ন হয়। সোমবার কিংবা মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সকালে ওয়ার্ড বয়ের এক ভুল ইনজেকশন পুশের কারণে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার মা।’

ইমন বলেন, ‘ইনজেকশন পুশ করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমার মা মারা যান। বিষয়টি জানাজানি হলে কর্তব্যরত চিকিৎসকরা এসে আমার মাকে আইসিইউ (ইনসেনটিভ কেয়ার ইউনিটে) নিয়ে যান। সেখানে থেকে আনুষ্ঠানিকভাবে ডাক্তাররা জানায় আমার মা আর নেই। আমি এ হত্যার বিচার চাই।’

এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষীয় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন