বোয়ালখালী পৌরসভা নির্বাচন ১১ এপ্রিল

ছবি প্রতীকী

চট্টগ্রাম (বোয়ালখালী) : ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এর মধ্যে চট্টগ্রামে শুধুমাত্র বোয়ালখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সীমানা নির্ধারণসহ বিভিন্ন জটিলতায় নির্দিষ্ট মেয়াদশেষ হওয়ার প্রায় দেড় বছর পর বোয়ালখালী পৌরসভার এই তফসিল ঘোষণা করা হয়।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে নির্বাচন কমিশনের ৭৭তম সভাশেষে এই সকল পৌরসভার তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আরো পড়ুন : এইচটি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
আরো পড়ুন : মিয়ানমারে আবার নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৩৮

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বেধে দেওয়া হয়েছে ২৪ মার্চ।

এছাড়াও ষষ্ঠ ধাপে যে ১১ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা হচ্ছে -পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।