আধিপত্য বিস্তার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা বায়েজিদে

নিহত মো. ইমন

চট্টগ্রাম : আধিপত্য বিস্তার দ্বন্দের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এলোপাতারি কুপিয়ে এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. ইমন(২৬) আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনীর মো. নূর কাসেমের ছেলে। পরিবারের দাবী অক্সিজেন-কুয়াইশ রুটে সিএনজি চালাতেন ইমন।

রোববার (৭ মার্চ) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশী টহল।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ প্রিটন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ইমন নামের এক যুবককে কুপিয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুলিশ।

নিহতের বাবা নুর কাসেম বলেন-আমার ছেলে সিএনজি চালায়। সিএনজি না পেলে মাঝে মাঝে দিনমজুরি কাজও করে। আজ সন্ধ্যায় সে বাসায় ছিল। দুই দলের হৈচৈ শুনে এখানে এসে দাঁড়ায়। তাদের (দুই পক্ষের) মারামারি দেখে সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও আমার ছেলে পালাতে পারেনি। পথিমধ্যে তাকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত আহত করে। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ইমন। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আরো পড়ুন : এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ : নাইক্ষ্যংছড়ি থানায় আনন্দ উদযাপন
আরো পড়ুন : চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে ভোগান্তি ছাড়াই মিলছে সেবা

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন-সোহেল এবং আলিফ গ্রুপের মধ্যে গত তিন দিন ধরেই থেমে থেমে সংঘর্ষ চলছিল। আয়েশা নামের এক মধ্য বয়সী নারি বলেন, আনোয়ার গ্রুপের আনোয়ার এলেই এলাকায় অশান্তি বেড়ে যায়। তিন দিন আগে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪জন রক্তাক্ত আহত হয়েছে। তাদের মধ্যে মুন্না(১৮) আমার ছেলে। তার অবস্থা গুরুতর। সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নূরনবী। তিনি বলেন, দুই পক্ষের মারামারিতে এক যুবককে কুপিয়েছে। চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন