ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ফটিকছড়ি থানায়

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ফটিকছড়ি থানায়

চট্টগ্রাম : ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি থানা পুলিশ আয়োজনে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল শাহাদাৎ হোসেন।

ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে স্থানীয় কমিউনিটি সেন্টারে আনন্দ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,সুন্দরপুর ইউপি চেয়ারম্যান এম শাহনেওয়াজ, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন।

আরো পড়ুন : একুশ বছর বঙ্গবন্ধুর ভাষণ শুনতে দেয়নি : ইঞ্জিনিয়ার মোশাররফ
আরো পড়ুন : আধিপত্য বিস্তার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা বায়েজিদে

থানার এস আই জিয়াউল হক জিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ওসি (তদন্ত) মোঃ দেওয়ান শামছ উদ্দিন,এস আই রিদুয়ানুল হক, এস আই আজমগীর, এস আই এইচ এম দেলোয়ার হোসেন,এ এস আই ফখরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে থানার সকল অফিসার, ফোর্স,জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।