[caption id="attachment_69068" align="aligncenter" width="720"]
বোয়ালখালীতে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার[/caption]
চট্টগ্রাম (বোয়ালখালী) : এক হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তাদেরমধ্যে একজন কক্সবাজারের পশ্চিম মুক্তার কুল, ঝিলংজা ইউনিয়নের সাহেব মিয়ার বাড়ীর মৃত হাকিম আলীর ছেলে মো. হানিফ (৪৩)। তার কাছ থেকে ১ হাজার ৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপর আটক ব্যক্তি মাদক আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত। সে কড়লডেঙ্গা চম্পা তালুকদার পাড়ার মোহাম্মদ ইদ্রিস তালুকদারের ছেলে সাইফুল ইসলাম।
আরো পড়ুন : হাতির আবদার!
আরো পড়ুন : অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক খাগড়াছড়িতে, জনমনে শস্তি
বুধবার (১০ মার্চ) বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, আটক একজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা আছে। অপর জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের দুইজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত