[caption id="attachment_69113" align="aligncenter" width="648"]
...[/caption]
অবৈধভাবে শুকর পরিবহন করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছে মন্ত্রণালয়। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
চীনের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
গত ৯ মার্চ চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১০টি শুকরবাহী একটি ট্রাকে এএসএফ ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। ওই শুকরগুলোর মধ্যে দু’টি মৃত ছিল। অবৈধভাবে শুকর পরিবহন করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত