[caption id="attachment_42312" align="aligncenter" width="640"]
ছবি প্রতীকী[/caption]
গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি গাজীপুরের জয়দেবপুর থানাধীন জানাকৈর এলাকার মৃত হাসমত আলীর ছেলে বাবুল হোসেন খান (৪১)।
আরো পড়ুন : ট্রাভেল ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মনির হোসেন সুমন নামে এক যুবক বাদী হয়ে শুক্রবার (১২ মার্চ) রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি বাবুল হোসেন খানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত