খাগড়াছড়িতে কপ ২১ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহ সমমনা কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

রবিবার (৩০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বরে বিভিন্ন দাবি ও অবস্থান উল্লে­খ করে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

টিআইবি-সনাক’র জেলা সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অবস্থানপত্র পাঠ করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ ও ইয়েস সদস্য জেকি চাকমা।

বৈশ্বিক তহবিলের পাশাপাশি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট তহবিল চালু, জলবায়ূ পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত সকল প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত, প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত দেশসমূহে অর্থায়নে প্রতিশ্রুতির আইনী বাধ্যবাধকতা নিশ্চিত, ক্ষতিপূরণের অর্থ ঋণ হিসেবে নয় ক্ষতিপূরণের অর্থ হিসেবে প্রদানসহ কপ-২১ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

 

শেয়ার করুন