ডিম ছাড়ার মৌসুম সামনে রেখে হালদায় অভিযান

ডিম ছাড়ার মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান
ডিম ছাড়ার মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান

হাটহাজারী : চলতি মাস শেষ হলেই শুরু হবে হালদায় ডিম ছাড়ার মৌসুম। আর এখন থেকেই বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৩ মার্চ) সকাল থকে বিকেল পর্যন্ত সত্তারঘাট থেকে কালুরঘাট হালদার মুখ পর্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল, বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ৩টি নৌকা ধ্বংস করা হয়। একইসাথে এক নৌকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ইউএনও রুহুল আমীন। এ সময় আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান এবং আই ডি এফ সদস্যরা অভিযানে সহায়তা করেন। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রুহুল আমিন।