স্বাস্থ্যবিধি মানাতে চট্টগ্রামে ৬ ম্যাজিস্ট্রেটের অভিযান

নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করছেন মো. উমর ফারুক

চট্টগ্রাম: ফের করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল নিশ্চিত করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) দিনভর পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন : আবরার হত্যা: ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চেয়েছে ২২ আসামি
আরো পড়ুন : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বহদ্দারহাট এলাকায়, মিজানুর রহমান আগ্রাবাদ এলাকায় ও মো. উমর ফারুক কোতোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আন্দরকিল্লা এলাকায়, নূরজাহান আক্তার সাথী জিইসি মোড় এলাকায় এবং সুনিয়া আক্তার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পথচারীদের নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন