চট্টগ্রামে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবক নিহত

নিহত মো. হাশেম খান
নিহত মো. হাশেম খান

চট্টগ্রাম : নগরীর আগ্রাবাদের জাম্বুরি পার্ক এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যকার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। মো. হাশেম খান (৩০) নামের ওই যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। তবে কি কারণে, কিংবা কি নিয়ে এই সংঘর্ষ তা জানাতে পারেনি পুলিশ। এসময় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

বুধবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : বর্ণিল আয়োজনে সিভাসু’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
আরো পড়ুন : আজ বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা বলেন, আগ্রাবাদ জাম্বুরী পার্ক এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়। তবে কেন এই সংঘর্ষ, তা তাৎক্ষণিক জানা যায়নি।

শেয়ার করুন