বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী : বর্ণাঢ্য আয়োজন খাগড়াছড়িতে

কেক কেটে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ অতিথিবৃন্দ।

খাগড়াছড়ি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা, কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী এবং টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী : বর্ণাঢ্য আয়োজন খাগড়াছড়িতে

সকালে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পর কেক কাটা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, মংক্যচিং চৌধুরী, কল্যাণ মিত্র বড়ুয়া, মনির হোসেন খান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমূখ অংশ নেন।

আরো পড়ুন : পার্বত্য জেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন
আরো পড়ুন : কাউন্সিলর মিন্টুর ইন্তেকাল, বাদ আছর প্যারেড ময়দানে জানাজা

এসময়, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা এমএ জব্বার, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, নিলোৎপল খীসা, জুয়েল চাকমা, খোকনেশ^র ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন, সম্পাদক ও প্যানেল মেয়র পরিমল দেবনাথ, জেলা যুবলীগ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিনা আক্তার, শতরূপা চাকমা, যুব মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারজানা আজম, জেলা ছাত্রলীগ সভাপতি উবিক মোহন ত্রিপুরাসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী : বর্ণাঢ্য আয়োজন খাগড়াছড়িতে

এছাড়াও, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলাদা আলাদা ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ সকল সদস্য, খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকসহ বিভিন্ন সংগঠন।