

মিরসরাই : জামেয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক আল্লামা ওবায়েদুল্লাহ হামজা বলেছেন, ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। মহান আল্লাহ ইসলামের মাধ্যমে নারী জাতিকে যে মর্যাদা, শ্রদ্ধা, সম্মান, অবস্থান, সম্পদ ও অধিকার দিয়েছে পৃথিবীর কোন অপশক্তি তা কেড়ে নিতে পারবে না।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বাদ এশা মিরসরাই উপজেলার নাজির পাড়া কালামিয়া মেস্ত্রী বাড়ির ১৪তম ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে এই বক্তব্য রাখেন।
এসময় বিশেষ ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই মাদবার হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম হেলালি। আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে ছিলেন গফুর খাঁ জামে মসজিদের খতিব মাওলানা বাকি বিল্লাহ সাদেকি, মিঠাছড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী, মিরসরাই দারুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব, গোভনীয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
মাসিক মিরসরাই পত্রিকার সম্পাদক নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দীন, মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াচ হোসেন লিটন ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান ওয়ায়েজীন বক্তৃতায় আল্লামা ওবায়েদুল্লাহ হামজা আরো বলেন, ইসলাম নারীকে এতোই মর্যাদা দিয়েছে যে কোন পরিবারের দুটি কন্যা সন্তান হয় আর তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে শরিয়া মোতাবেক পাত্রস্ত করতে পারে তাহলে সেই পরিবারের পিতা-মাতার জন্য জান্নাত ওয়াজীব হয়ে যায়।
তিনি আরো বলেন, কোন সন্তান যতো বড় ডিগ্রীধারী হোকনা কেন, যতো বড় ক্ষমতাধারী হোকনা কেন তার জান্নাত তার মায়েরে পায়ের নিচে। যদিওবা তিনি নিরক্ষর, অন্ধ, বোবা, কালা হন। কিন্তু দুঃখের বিষয় হলো আজ নারীবাদি নামে নারীদের ভুল বুঝিয়ে নারী অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নারী স্বাধীনতার নামে আমাদের মা-বোনদের লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে পণ্য বানিয়ে নারীদের নিয়ে ব্যবসায় মেতেছে নারীবাদিরা। ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে আর নারীবাদিরা কৌশলে রাজদরবার থেকে বাজারে নিয়ে ফেলেছে।













