আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিহত মো. আসিফ
নিহত মো. আসিফ

চট্টগ্রাম : আনোয়ারার পারকী সৈকত এলাকায় সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আসিফ (১৭) চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে।

আরো পড়ুন : বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেফতার ১
আরো পড়ুন : ডেন্টাল হসপিটাল উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটর সাইকেল নিয়ে চন্দনাইশ থেকে পারকী সৈকতে বেড়াতে আসেন আসিফ। এসময় একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সকাল সোয়া ১১টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন