
চট্টগ্রাম: নগরের খুলশী থানার মাস্টার লেইন মিশনারিজ অব চ্যারিটি মাদার তেরেসা জ্যোতি নিবাসে শিয়ো চন্দ্র ত্রিপুরা (২৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। নিহত শিয়ো চন্দ্র ত্রিপুরা জেলার থানচি উপজেলার মেক্কা পাড়া নকুল ত্রিপুরার ছেলে।
শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৪ টার দিকে গীর্জা হাসপাতালে এ ঘটনা।
চমেক হাসপাতালে আনয়নকারী কিউপি নামে গীর্জা হাসপাতালের স্টাফ বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর হোসেন বলেন, আত্মহত্যাকারী রোগী থানচি থাকার সময় অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আনা হয়। শুক্রবার বিকেল ৪ টার দিকে হাসপাতালের বাউন্ডারির ভেতরে সবার অঘোচরে গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান হামিদ।