খাগড়াছড়ি : আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক পাহাড়ের আঞ্চলিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি’র) পানছড়ি উপজেলা সভাপতি জুয়েল চাকমার নামে চাঁদাবাজির মামলা করেছে পুলিশ।
রোববার (৩০ এপ্রিল) রাতে উপজেলার জ্যোতিময় কার্বারিপাড়া এলাকার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটকের পর রাতেই পুলিশের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক (পিসিপি’র) পানছড়ি উপজেলা সভাপতি জুয়েল চাকমার নামে পানছড়ি থানায় পুলিশ বাদী হয়ে চাঁবাজির মামলা ( মামলা নং-২) করা হয়েছে।
পুলিশ জানিয়েছে আটকের সময় তার কাছ থেকে ২টি সেনাবাহীর পোশাক পিসিপির সাংগঠনিক বই, চাঁদা আদায়ের রশিদ ও চাঁদা আদায়ের জন্যে একাধিক চিঠি উদ্ধার করা হয়েছে। জুয়েল চাকমার নামে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
এদিকে, জুয়েল চাকমাকে বেআইনীভাবে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন পিসিপি খাগড়াছড়ি শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত