খাগড়াছড়িতে সনাতন সম্প্রদায়ের মানববন্ধন ও প্রতিবাদ

খাগড়াছড়িতে সনাতন সম্প্রদায়ের মানববন্ধন ও প্রতিবাদ

খাগড়াছড়ি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধর্মীয় জাতিগত সংখ্যালগুদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন সহযোগী সংগঠন উদ্যোগে শহরের শাপ্লা চত্ত্বর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে হেফাজত নেতা মামুনুল হকের অশালীন ও সাম্প্রদায়িক বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অভিযোগ এনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধর্মীয় জাতিগত সংখ্যালগুদের উপর হেফাজতের নামধারীরা এ নারকীয় তান্ডব লীলা চালিয়েছে বলে অভিযোগ করেন।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে হিন্দুদের বিতারিত করতে ফেসবুকে ধর্ম অবমাননায় ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে কক্সবাজারে রামু, পাবনার সাঁথিয়া, রংপুরের গঞ্জাছড়া, কুমিল্লার হোমনা, ব্রাক্ষনবাড়িয়ার নাছির নগর, ভোলার বোরহানউদ্দিন, মুরাদ নগরের কোরবানপুর এবং গত ১৭ই মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালগুদের উপর যে নির্যাতন-নিপীড়ন, মন্দির ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ চলছে তা আর কতদিন চলবে? বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে মুক্তিযোদ্ধের স্বাধীন বাংলাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালগুদের উপর নির্যাতন-নিপীড়ন এখন থেকে আর
কোনভাবে সহ্য করা হবে না।

বক্তারা এ সকল ঘটনার সাথে যারাই জরিত থাকনা কেন অবিলম্বে জরিতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি এডভোকেট বিধান কানুনগোর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সজল বরণ সেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ নেতা বাবুল দেব, স্বপন দেবনাথ, মিলন কান্তি দে, অশোক মজুমদার, তমাল দাশ লিটন, পরিমল ধর, সুজিত দে, বন দে, প্রশান্ত সাহা, বিপ্লব শীল ও
রুপেন পালসহ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মঠ, মন্দির সামাজিক সংগঠন, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপজেলা কমিটি এবং সনাতন ছাত্র যুব পরিষদের নেতৃবৃন্দরাসহ সনাতন ধর্মাবলম্ভী শত শত নারী পুরুষ এতে অংশ নেন।