[caption id="attachment_69758" align="aligncenter" width="684"]
দুটি ইটভাটার কিলন গুড়িয়ে দিয়েছে প্রশাসন[/caption]
চট্টগ্রাম : হাটহাজারীতে অভিযান চালিয়ে মেসার্স সোনালী ব্রিকস ও মেসার্স শাহজালাল ব্রিকস নামে দুটি ইটভাটার কিলন ভেঁঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৫মার্চ) পরিবেশগত ছাড়পত্র ও চট্টগ্রাম জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেনন। এসময় অবৈধ ইটভাটা দুটির বিপুল পরিমাণ কাঁচা ইটও ধ্বংস করে দেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ ও পরিবেশ অধিদপ্তরের মোঃ আফজারুল ইসলাম নেতৃত্ব প্রদান করেন। পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত