স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফাইল ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আজ। ১৯৭১ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে দেশে মানুষ ঝাঁপিয়ে পরেছিল দেশ রক্ষার আন্দোলনে। স্বাধীনতার আন্দোলনে। আজ স্বাধীনতার ৫০ বছরপূর্তি। আজ জাতীয় দিবস।

দিনের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ মার্চ) ভোর ৫ টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের প্রবেশ করে বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

আরো পড়ুন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় জীবনে তাৎপর্যপূর্ণ মাইলফলক : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : তৈলচিত্রে বঙ্গবন্ধু

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন