শুক্রবারের অনাকঙ্খিত ঘটনার পর আজ সকালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের শীর্ষ নেতাদের বৈঠকশেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নেতৃবৃন্দ।
শনিবার (২৭ মার্চ) সকালে হেফাজত নেতৃবৃন্দের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ গতকাল (শুক্রবার) এর অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করে হেফাজত নেতাবৃন্দ বলেন, ছাত্রদের ৪টি তাজা প্রাণ চলে গেছে। বিষয়টা তো আপনাই বোঝতেছেন। আপনারাও ছাত্র ছিলেন। এ বিষয়ে ছাত্রদের মধ্যে যে চাপা ক্ষোভ বিরাজ করছে আমরা তা প্রশমিত করার চেষ্টা করছি। আবারো বৈঠক হবে। সেখানে বিস্তারিত আলোচান হবে। আজ সারাদেশে বিক্ষোভ চলছে। আগামীকাল সারাদেশে হরতাল চলবে।
https://youtu.be/4HhI_WGGbzI
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত