মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে ৬ বসত ঘর

চট্টগ্রাম : মিরসরাইয়ে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৬ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করছে এটি কোন সাধারণ অগ্নিকান্ডের ঘটনা নয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মনু ভূঁইয়া পাড়া এলাকার শীল বাড়িতে রাত পৌনে ২টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় মিরসরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এর আগেই বাষুদেব শীল, জয়দেব শীল, রঞ্জিত শীল, নয়ন শীল, স্বপ্না রাণি শীল ও সহদেব শীলের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ স্বপ্না রাণি শীল বলেন, আগুন লাগার ঘন্টাখানেক আগে ঘরের টিনের চালে বেশ কয়েকটি ডিল ছোঁড়া হয়। এসময় আমরা সবাই জেগে ঘরের বাইরেটা ভালোভাবে দেখে আবার ঘুমানোর চেষ্টা করি। রাত পৌনে ২টা নাগাদ সবকটি ঘরে একসাথে আগুন লাগে। এটি সাধারণ কোন আগুন নয়, কেউ লাগিয়েছে।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, দুটি মুসলিম পরিবারের সাথে এসব হিন্দু পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল। এটি থেকেও আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, এটি সাম্প্রদায়িক কোন নাশকতা নয়, ফায়ার সার্ভিসের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আমরা গভীরভাবে তদন্ত করছি। সেখানে পুলিশ মোতায়েন
করা হয়েছে।