বান্দরবানে বসানো বেশিরভাগ বেসিনই অকেজো

বান্দরবান : করোনা মহামারিতে সংক্রমণ রোধে বান্দরবান সদরসহ ৭টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ৩১টি হাত ধোয়ার বেসিন ও ১১টি পানির ড্রাম্প বসায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু কিছুদিন না যেতেই অকেজো হয়ে পড়ে সবগুলো বেসিন। আর এরই মধ্যে উধাও বেশিরভাগ পানির ড্রাম্প।

বান্দরবান সদর হাসপাতাল, মেম্বার পাড়া ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে দেখা যায় বেশিরভাগ বেসিনই এখন নষ্ট। কোনোটি আবার ময়লার সাথে মিলে যেন একাকার। মূলত রক্ষণাবেক্ষণ না থাকায় এমন দশা। তবে বেসিনগুলো সংস্কার করার কথা বলছে জনস্বাস্থ্য বিভাগ। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসকও। বান্দরবানে ৩১টি বেসিন বসাতে সরকারের খরচ হয়েছে ৯ লাখ ৩০ হাজার টাকা।