ইয়াবা ব্যবসায়ীদের গুলি করতে প্রশাসনকে মহিউদ্দিন চৌধুরীর অনুরোধ

নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম : ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করে গুলি করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার দাবি, এর ফলে দেশ মাদকমুক্ত হবার পথে এগিয়ে যাবে।

সোমবার (১ মে) বিকেলে নগরীর লালদীঘি মাঠে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশাসনের প্রতি এ অনুরোধ জানান।

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে মহিউদ্দিন আরো বলেন-‘শ্রমিকেরা রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছিল। ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। তাই হানাহানি, বিদ্বেষ ও পক্ষপাতিত্ব পরিহার করে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।
মহানগর শ্রমিকদের একাধিক সংগঠন রয়েছে উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন-‘শ্রমিকদের সব সংগঠনের নেতৃবৃন্দ চসিক মেয়রের (আ জ ম নাছির উদ্দন) এর সাথে বসে একটি কমিটি গঠন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় সম্ভব।’

নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার গরিববান্ধব। শ্রমিকেরা নির্যাতিত, নিগৃহিত হওয়া কারো কাম্য নয়। অধিকার আদায় করতে হলে আন্দোলন করতে হবে। এক্ষেত্রে শ্রমিকদের এক-ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকেরা তো ঐক্যবদ্ধ নেই। শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে তবেই অধিকার আদায় সম্ভব। কেননা, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সরকার সমর্থন দিয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় রাখতে হবে।’

মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এটলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সফর আলী, শ্রমিক নেতা লোকমান হোসেন, মোহাম্মদ আলী খান, কাজী জসীম উদ্দিন, কাঞ্চন দাশ, মোহাম্মদ আলমীর, এম এ জিন্নাহ প্রমুখ।

শেয়ার করুন