[caption id="attachment_70011" align="aligncenter" width="720"]
ইয়াবাসহ দুই যুবক আটক র্যাবের হাতে[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন ১নং দক্ষিণ পাহাড়তলি এলাকার মো. আমিনুল হকের পুত্র মো. দিদারুল আলম (৩৫) ও ফতেপুর এলাকার মো. আব্দু্ল জব্বারের পুত্র মোঃ মিজান(২৮)।
বুধবার (৩১ মার্চ) র্যাব-৭ (সিপিসি-২) হাটহাজারী ক্যাম্পের একটি টিম মদনহাট এলাকার ইসলামিয়াহাট থেকে তাদের আটক করে।
আরো পড়ুন : ব্রাজিলে পদত্যাগ করলেন ৩ বাহিনী প্রধান
আরো পড়ুন : রাঙামাটিতে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
এসময় তাদের কাছ থেকে ১হাজার ৭৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসাথে নগদ ৩হাজার ৪২০টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়। র্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় সোপর্দ করেছে বলে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত