[caption id="attachment_47539" align="aligncenter" width="790"]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-ফাইল ছবি[/caption]
ঢাকা: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানিয়ে বলেন, বুধবার তৃতীয়বার করোনা পরীক্ষা করা হলে রিজভীর রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ রিজভীর করোনা পজেটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত