চসিক ডাম্পিং ট্রাকের ধাক্কায় শিশু নিহত বায়েজিদে

ঘাতক ট্রাক, পাশে গণপিটুনিতে আহত ড্রাইভার শ্রীরাম দত্ত

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনাবাহী ডাম্পিং ট্রাকের ধাক্কায় ৯ বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। এসময় ট্রাক ড্রাইভার শ্রীরাম দত্তকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। নিহত মো. মেহেদী হাসান(৯) বায়েজিদ থানার আরেফিন নগরের বিশ্বকবরস্থান এলাকার মো. লিটনের ছেলে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আরেফিন নগরে সিটি কর্পোরেশনের আবর্জনার ডাম্পিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ময়লা-আবর্জনাভর্তি ট্রাক ডাম্পিং এলাকায় আসলে প্রায়ই স্থানীয় টোকাই থেকে শুরু করে ছোট ছোট শিশুরাও ওইসব ট্রাকে উঠে যায়। আলোচ্য ঘটনার সময়ে যখন আবর্জনাভর্তি ট্রাকটি ডাম্পিং এলাকায় প্রবেশ করে তখন দুই শিশু ওই ট্রাকে উঠতে চেষ্টা করে। তাদের মধ্যে একজনের হাত ফসকে নীচে পরে গেলে চলন্ত ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যায়।

আরো পড়ুন : করোনায় রেকর্ড মৃত্যু ৭৪ জনের
আরো পড়ুন : আইসিইউতে কবরী

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বায়েজিদ থানা পুলিশের উপপরিদর্শক মো. রিদওয়ান। এসময় তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। নিয়ম অনুযায়ী লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আর ট্রাক ড্রাইভার শ্রীরাম দত্তকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন