সীতাকুণ্ডে ভাইয়ের হাতে ভাই খুন

নিহত মো. ইসহাক

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : উপজেলার বাড়ককুণ্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাই কুপিয়ে আরেক ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. ইসহাক (৫৮) বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ দিঘীর নামা এলাকার আলম মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাড়বকুণ্ড বাজারে খাবার হোটেল ব্যবসায়ী ছিলেন। ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক ভাই।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ দিঘীরনামা এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে হোটেল ব্যবসায়ী মো. ইসহাকের সাথে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই ইসহাককে কুপিয়ে জখম করে। এসময় বাধা দিতে আসলে বড় ভাইয়ের স্ত্রীকেও কুপিয়ে জখম করে সে। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসহাকের মৃত্যু হয়। ঘটনার পর ছোট ভাই ইব্রাহিম পালিয়ে গেছে।

বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, ইসহাক বাড়বকুণ্ড বাজারে হোটেল ব্যবসা করতেন। সোমবার দুপুরে তার ছোট ভাই ইব্রাহিম জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করলে স্থানীয়রা চমেকে ভর্তি করান। পরে সেখানে ইসহাকের মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন