
চট্টগ্রাম : নগরের ৩শ’ দরিদ্র ও অস্বচ্ছল পরিবার পেয়েছে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী। এতে তারা ৭ কেজি চাল, ১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, একটি সাবান সামগ্রী পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের টাইগারপাস এলাকার বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল থেকেই আমরা ত্রাণ বিতরণ শুরু করেছি। গতকাল রাতে কিছু দুস্থ মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেয়া হয়। আজকে প্রায় ৩০০ পরিবারের কাছে ত্রাণ দেয়া হয়। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রতিদিনই আমরা গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, স্টাফ অফিসার টু ডি সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ডিআরআরও সজীব চক্রবর্তীসহ আরো অনেকে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত