পিএইচপি অটোমোবাইলস উদ্বোধন
বিশ্বখ্যাত গাড়ি সাশ্রয়ী মূল্যে বাজারজাত করছে পিএইচপি ফ্যামিলি

চট্টগ্রাম : বিশ্বখ্যাত মালয়েশিয়ার প্রোটেন সিডান কারের বিভিন্ন ব্রান্ড দেশেই তৈরি করছে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।  ফলে দেশের মানুষ রিকন্ডিশন গাড়ির পরিবর্তে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে নতুন মোটর গাড়ি ব্যবহারের সুযোগ পাবে।  ইতোমধ্যেই শিল্পপ্রতিষ্ঠানটি গাড়িগুলো বাজারজাত শুরু করেছে।

সোমবার (১ মে) দুপুরে নগরের পোর্ট কানেকটিং রোডে পিএইচপি অটোমোবাইলসের উদ্বোধনকালে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ সুফী মুহম্মদ মিজানুর রহমান এসব তথ্য জানান।

রিকন্ডিশন গাড়ীর পরিবর্তে এ দেশের অহংকার, দেশের তৈরি প্রোটন গাড়ি ব্যবহার করার আহবান জানিয়ে সুফী মুহম্মদ মিজানুর রহমান বলেন, ‘বাজারজাত করার লক্ষ্যে ইতোমধ্যে নতুন গাড়ীগুলো শো-রুমে পাঠানো হচ্ছে।  আর বেশি দিন বাকী নেই, এই সোনার বাংলাদেশ অচিরেই বিশ্বের উন্নত দেশে পরিণত হবে।  উন্নত বিশ্বের মত ইতোমধ্যে নতুন নতুন অবকাঠামো তৈরি হচ্ছে।  নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে এবং অর্থনৈতিকভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি।  এর মাধ্যমেই বুঝা যায় অচিরেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, আমরা যে যেখানে আছি, সেখান থেকেই দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।  দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে দেশের স্বার্থে সকলকে কাজ করারও আহবান জানান তিনি।

পিএইচপি ফ্যামিলির পরিচালক ও পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আকতার পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির পরিচালক মুহম্মদ আনোয়ারুল হক, ফাইনেন্স এন্ড এডমিনিস্ট্রেশন ডাইরেক্টর মোহাম্মদ আলী হোসেন, পরিচালক মুহম্মদ আমীর হোসেন সোহেল, মুহম্মদ জহিরুল ইসলাম রিংকুসহ দেশবলেন্য ওলামায়ে কেরাম, পিএইচপি এর বিভিন্ন বিভাগের প্রধানগণ ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে খমতে কুরআন, খতমে বোখারী শরীফ, মিলাদ মাহফিলশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন