[caption id="attachment_70752" align="aligncenter" width="684"]
মউসিং ত্রিপুরা[/caption]
বান্দরবান: বান্দরবান জেলার থানচি উপজেলা থেকে ৩ কোটি ৭০ লক্ষ টাকার প্রায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলার থানচি উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে অভিযান পরিচালনা করে এই আফিম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গোপন সংবাদ ও চট্টগ্রাম র্যাব-৭ এর তথ্যের ভিত্তিতে র্যাব-৭, বিজিবি ও পুলিশের একটি যৌথদল শনিবার দুপুরে থানচি উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে মউসিং ত্রিপুরা (৩৭) নামে এক ব্যক্তিকে আফিমসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গ্রেফতারকৃত মউসিং ত্রিপুরা এর বিরুদ্ধে থানচি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত