ড. ইউনূসকে প্রধানমন্ত্রীর ‘বিশেষ দূত’ করার পরামর্শ জাফরুল্লাহর

ড. ইউনূস

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা উৎপাদন সুবিধা আদায়ের জন্য নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ দূত’ করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ পরামর্শ দেন।

আরো পড়ুন : ৭ দিনের রিমান্ডে মামুনুল
আরো পড়ুন : ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার ৩ প্রবাসীর মৃত্যু

চিঠিতে জাফরুল্লাহ প্রধানমন্ত্রীকে বলেন, ট্রিপস চুক্তির বাধ্যতামূলক লাইসেন্সের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন সুবিধা সৃষ্টির জন্য নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসকে আপনার বিশেষ দূত করে ইউরোপে পাঠান। এছাড়া চিঠিতে মহামারী নিয়ন্ত্রণে সরকারকে ১১টি পরামর্শ দিয়েছেন জাফরুল্লাহ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি জমা দিয়েছেন।

শেয়ার করুন