[caption id="attachment_53152" align="aligncenter" width="720"]
,[/caption]
কক্সবাজার : জেলার টেকনাফে এক রোহিঙ্গার ছোঁড়া গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। তবে পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন ওই যুবক। নিহত হোসেন টেকনাফের জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরো দুইজন। তারা হলেন দমদমিয়া এলাকার মো. আয়াজ ও রশিদ উল্লাহ। তাদের মধ্যে আয়াজের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টা দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আরো পড়ুন : লকডাউন তুলে নিন, অভিযুক্তদের নিয়ে আমি জেলে চলে যাব : বাবুনগরী
আরো পড়ুন : সিএমপির চকবাজার থানায় নতুন ওসি আলমগীর মাহমুদ
স্থানীয় রোহিঙ্গারা জানায়, ‘রোহিঙ্গা জকির ডাকাত দলের সদস্য মো. হাসিম ও নুরুর নেতৃত্বে একটি অস্ত্রধারী দল জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকে আয়াজকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্য করে ডাকাতবাহিনী গুলিবর্ষণ করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত