[caption id="attachment_71040" align="aligncenter" width="720"]
কর্মহীন মানুষের মাঝে সিএমপির খাদ্য সামগ্রী বিতরণ[/caption]
চট্টগ্রাম : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন আয় বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগ।
রবিবার (২৫ এপ্রিল) সকালের দিকে সিএমপির হালিশহর থানাধীন দুলহান কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
আরো পড়ুন : দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা
আরো পড়ুন : হেফাজতের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ১০ হাজার কর্মহীন আয় বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল ও ১ কেজি অন্যান্য খাদ্য সামগ্রী সহ সর্বমোট ১২ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগে কর্মরত পুলিশ সদস্য ও অত্র এলাকায় বসবাসরত ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত