প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার পরই স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে বসল নতুন স্লাব

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার পরই স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে বসল নতুন স্লাব

বোরহান উদ্দিন (হাটহাজারী) : ‘ভঙ্গুর স্বাস্থ্যের হাটহাজারী স্বাস্থ্যকমপ্লেক্স সড়ক ঝুঁকিপূর্ণ’ শিরোনামে খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সড়কটি সংস্কার কাজ শুরু করেছে হাটহাজারী পৌরসভা। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে ওই ভঙ্গুর সড়কটি দ্রুত মেরামত করা হয়েছে।

অতি দ্রুত এ কাজটি করায় স্বাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয়রা পৌর প্রশাসককে ধন্যবাদ জানান।

আরো পড়ুন : ভঙ্গুর স্বাস্থ্যের হাটহাজারী স্বাস্থ্যকমপ্লেক্স সড়ক ঝুঁকিপূর্ণ
আরো পড়ুন : পাথরঘাটায় শিক্ষা উপমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ

উল্লেখ্য গত ১০/১৫ দিন আগে হাটহাজারী নাজিরহাট সড়কে চলমান কাজের বালু স্থানীয় মানুষের কাছে বিক্রয় করে। ওইসব বালুবাহি ড্রাম্প ট্রাক উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স সড়ক দিয়ে চলাচল করায় নালার উপর দেয়া স্লাব ভেঙ্গে যায়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনরা ব্যাপক ঝুঁকি নিয়ে সড়কটি অতিক্রম করে। বিশেষ করে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে।

বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসলে শনিবার (১ মে) একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়াবাংলা (অনলাইন সংস্করণ)। প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘন্টা পরই ভঙ্গুর সড়কটি দ্রুত মেরামত করে হাটহাজারী পৌরসভা।

শেয়ার করুন