

কক্সবাজার : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি অটোরিকশা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
শনিবার (১ মে) ভোররাতে শহরের সমুদ্র তীর কবিতা চত্বর থেকে তাদের আটক করা হয়।
আরো পড়ুন : প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার পরই স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে বসল নতুন স্লাব
আরো পড়ুন : পাথরঘাটায় শিক্ষা উপমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ
আটকরা হলেন_মহেশখালীর ফকির আহমদের ছেলে মনিরুল আলম (২২), কক্সবাজারের নুরুল আলমের ছেলে মো. তোহেল (২৩), ঈদগাহ বাজারের অভিরাম ধরের ছেলে রুপন ধর প্রকাশ ভোলা (২৫), মহেশখালী মুছের ডেইল এলাকার নুরুল কবিরের ছেলে মো. রাসেল (২১), টেকনাফ হ্নীলার আব্দুল কাদেরের ছেলে ইলিয়াছ (২০) ও কক্সবাজার সদরের নুরুল আলমের ছেলে মো. সোহেল (২০)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, কবিতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি ধারালো অস্ত্র, অটোরিকশা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।















