হাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে খাবার বিতরণ

হাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রাম (হাটহাজারী) : জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন।

রোববার (২ মে) ধলই এলাকার দারুল ইরফান ও আলিপুর এলাকার যিন নুরাইন এতিমখানায় স্বাস্থ্যবিধি মেনে এতিমদের মাঝে এ পুষ্টিকর খাবার তুলে দেন।

এ উপলক্ষে ইসলামের দৃষ্টিতে সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে উপজেলা পুষ্টি কমিটির এক আলোচনা সভা স্বাস্থ্যকমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : ছেলের হাতে বাবা খুন
আরো পড়ুন : অটোরিকশায় ট্রাকের ধাক্কা, একই পরিবারের চার জনসহ নিহত ৫

এ ছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের আইএমসিআই নিউট্রিশন কর্ণারে উচ্চতা ওজন মুয়াক পরিমাপ এবং জিএম কার্ড পুরণ। গর্ভবর্তী মহিলাদের এএনসি কর্ণারে পুষ্টি বিষয়ক বিশেষ কাউন্সিল প্রদান। মুক্তিযোদ্ধা ও বয়স্ক লোকদের হেলথ চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড গ্লুকোজ মাত্রা নির্ণয়সহ শিশু, কিশোর ও গর্ভবর্তীদের পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হয়। সভার পর দুঃস্থদের মাঝেও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।