প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত অদিতি মুন্সির

সংগীতশিল্পী অদিতি মুন্সি

‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে’, রিয়েলিটি শোয়ে ভজন গেয়ে কোটি মানুষের মন জয় করেছিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার তৃণমূলের প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হলেন সংগীতশিল্পী অদিতি।

রাজারহাট গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি। এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন শমীক ভট্টাচার্য। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএমের শুভজিৎ দাশগুপ্ত।

আরো পড়ুন : মিরসরাইয়ে মায়ানী ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আরো পড়ুন : সীতাকুণ্ডে কার চাপায় আনসার ভিডিপি কমান্ডারের মৃত্যু

রাজারহাট-গোপালপুর উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালের আগে পর্যন্ত রাজারহাট (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র ছিল। ২০১১ সালের পর থেকে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র।

শেয়ার করুন