

চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু বক্কর সওদাগর (৬২) আর নেই।
রোববার (২ মে) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শ্রীপুর গ্রামের হাজী নজু মিয়া সওদাগরের পুত্র আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হাজী আবু বক্কর সওদাগর মৃত্যুকালে স্ত্রী ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র নির্বাচনী এলাকা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের দলের নিবেদিত প্রাণ মরহুম হাজী আবু বক্কর সওদাগরের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী কর্মী ছিলেন, জীবনে কোন লোভ লালসা তাঁর মধ্যে ছিল না।











