মেক্সিকোতে রেল ওভারপাস ধসে নিহত ১৫

মেক্সিকোতে মেট্রো ট্রেনের একটি ওভারপাস আংশিক ধসে সড়কে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (৩ মে) স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে এ দূর্ঘটনায় আরও ৭০ জন আহত হন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছ।- রয়টার্স।

স্থানীয় সম্প্রচারমাধ্যম মিলেনিও টিভিতে দেখানো এক ভিডিওতে ওভারপাসের একাংশ নিচের সড়কে থাকা গাড়ির ওপর পড়তে দেখা যায়।

মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থার এক টুইটের বরাত নিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অলিভস স্টেশনের ১২ নম্বর লাইনে ওই ওভারপাস ধসের ঘটনা ঘটে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওভারপাসের একাংশ ধসে পড়ার পর অন্তত একটি কমলা-হলুদ রঙা মেট্রো ট্রেনকে ঝুলে থাকতে দেখা গেছে।

দুর্ঘটনার পরপরই শহরের মেয়র ক্লডিয়া শিনবোম ঘটনাস্থলে ছুটে যান।

ক্লডিয়া শিনবোম টু্ইটারে এক পোস্টে লিখেছেন, দমকল কর্মী, জনসুরক্ষায় নিয়োজিত কর্মীরা কাজ করছেন। শিগগিরই আমরা আরও তথ্য দিতে পারবো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দমকল ও জরুরি মেডিকেল কর্মীদের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করতে দেখা গেছে।