[caption id="attachment_71432" align="aligncenter" width="720"]
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে আছড়ে পরল বেপরোয়া গতির প্রাইভেট কার[/caption]
চট্টগ্রাম : নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে আছড়ে পরল প্রাইভেট কার। এসময় এক বৃদ্ধ পথচারী গুরুতর আহত হয়। তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় কারের ভেতরে থাকা চালকসহ ৪ যাত্রী। তারা ৫ বন্ধু মিলে বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোড দিয়ে ফৌজদারহাট যাচ্ছিল। এসময় বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারালে এ ভয়াবহ সড়ক দূর্ঘটনার শিকার হয়।
আরো পড়ুন : পুলিশের ভুলে ১৬ মাস করান্তরীণ টেকনাফের হাসিনা বেগমের মুক্তি
আরো পড়ুন : ‘প্রেমিকা’র সঙ্গে অভিমান করে ফটিকছড়ির নূর হোসেনের আত্মহত্যা সৌদিতে
মঙ্গলবার (৪ মে) বিকালের দিকে বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোডের এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট সংলগ্ন এলাকা এ দুূর্ঘটনা ঘটে।
[caption id="attachment_71433" align="aligncenter" width="720"] নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে আছড়ে পরল বেপরোয়া গতির প্রাইভেট কার[/caption]
খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি তাদের হেফাজতে নেন।
নতুন লিংক রোডে আসলে সকলেই গাড়ির গতি বাড়িয়ে দেয় উল্লেখ করে একাধিক প্রত্যক্ষদর্শীরা জানায়, একই সাথে ৩-৪টি প্রাইভেট কার অনেকটা পাল্লা দিয়ে চালিয়ে আসছিল। হঠাৎ একটি কার অপর কারকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফুটপাথে সজোরে আছড়ে পরে। এসময় কারটি উল্টে যায়। তবে কারের ভেতরে থাকা কেউই কেমন আঘাত পাননি। তারা সকলেই বন্ধু। তবে সড়কের পাশের এক বৃদ্ধ পথচারি গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত