
কাল বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় গণপরিবহন চালু করতে যাচ্ছে সরকার। তবে সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। বুধবার (৫ মে) লকডাউনের নতুন বিধিনিষেধের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে গণপরিবহণের বিষয়ে বলা হয়েছে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে অর্থাৎ শুধু জেলা এবং শহরের ভেতরেই যানবাহন চলাচল করতে পারবে। তবে ট্রেন, লঞ্চ চলাচল বরাবরের মতই বন্ধ থাকবে।
আরো পড়ুন : দেশে করোনা ভ্যাকসিনের নিবন্ধন হচ্ছে না
আরো পড়ুন : রাসায়নিক দিয়ে পাকানো আমে বাজার সয়লাব, প্রতারিত হচ্ছে ক্রেতা
এক্ষেত্রে সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। এছাড়াও বাস ছাড়ার আগে পুরো বাসে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এরইমধ্যে ১৮ এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সেই বিধি নিষেধ প্রথমে ৫ মে ও পরে ১৬ মে পর্যন্ত করা হলো।