ঝড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি প্রতীকী

নীলফামারী: ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এ সময় ঝড়ো হাওয়ায় ঘরের ওপর গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় এই দম্পত্তি।

ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

তিনি জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০টাকা পাওয়ার তালিকায় ছিল ঘুটু মিয়া। কয়েকদিন পর এই টাকা পেতেন তিনি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিল ওই ঘরটি। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে মারা যান ওই দম্পতি।

শেয়ার করুন